শাহিনুল ইসলাম লিটনঃ
কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী উলিপুরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
উপলক্ষ্যে ৩০ সেপ্টেম্বর দিনব্যাপী একাডেমির চত্বরে “আব্বাস উদ্দিন মঞ্চে” অনুষ্ঠিত হয়েছে আলোচন সভা ,গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে ভাওয়াইয়া একাডেমির সভাপতি এন্তাজ আলীর সভাপতিত্তে
অনুষ্ঠানের উদ্বোধন করেছেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
কুড়িগ্রাম রৌমারীর সার্কেল সহকারী পুলিশ সুপার ও বাংলাদেশ বেতার রংপুরের বিশিষ্ট কণ্ঠশিল্পী
মোঃমমিনুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি ছিলেন ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন পরিষদ কুড়িগ্রামের সভাপতি
মাহবুবুর রহমান মোমিন। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন
ভাওয়াইয়া একাডেমির পরিচালক
জনাব ভূপতি ভূষণ বর্মা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লোকশিল্পী
সন্ধ্যা রানী দত্ত।
বিশিষ্ট কীর্তনীয়া
স্বপন কুমার গোস্বামী প্রমুখ। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উলিপুর উপজেলার বিশিষ্ট লেখক ও শিক্ষক জনাব আ,ক,ম, এরশাদুননবী আনছারী এবং প্রবীণ ভাওয়াইয়া শিল্পী নির্মল কুমার দে মহাশয়কে “সম্মাননা স্মারক” প্রদান করা হয়।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ভাওয়াইয়া আসরে সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃমমিনুল ইসলাম।
ঢাকা থেকে আগত অতিথি শিল্পী সন্ধ্যা রানী দত্ত।
ভূপতি ভূষণ বর্মা, সুরভী রানী রায়,রাখাল চন্দ্র বর্মন, ময়ূরী রানী, রোস্তম আলী, মনিকা রায়, বিষাদ চন্দ্র বর্মন ,উত্তম মোহন্ত, শ্রাবনী রায়,তূল্য বর্মা, প্রিয়াংকা বর্মা জুঁই, জুলিয়াস রহমান, দীপক রায়, হরিপ্রিয়া রায়, ও সপ্তক বর্মা।
যন্ত্র সঙ্গীতে ছিলেন অধীর চন্দ্র বর্মা, নীহার রঞ্জন বর্মা, সিদ্ধার্থ শঙ্কর রায়,যোগেন্দ্র নাথ বর্মন, মাঈদুল ইসলাম, চপল বর্মা, কাজল, সপ্তক বর্মা ,তুল্য বর্মা, দুলাল বিশ্বাস ও বাংলা ঢোল বাদনে বিস্ময়কর বালক ঈশ্বর চন্দ্র বর্মন।
সংগীত পরিচালনায় ছিলেন জগৎপতি বর্মা ও মোঃ শাহ আলম খন্দকার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রংপুর বেতারের বিশিষ্ট উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টু
ও কুমার বিশ্বজিৎ রায়।
Leave a Reply