অরবিন্দু দাস পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনের সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে আবহাওয়া জনিত সমস্যার কারণে সংক্ষিপ্ত র্যালি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক কুমার কুন্ড, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া, দাশপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন লিপি, বাউফল থানার উপপরিদর্শক মো. বাশার প্রমুখ।
আলোচনা সভায় উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ শিক্ষিত সমাজ গড়তে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply