পরিস্কার-পরিছন্নতা ঈমানের অঙ্গ, যত্র তত্ত্ব ময়লা আবর্জনা পরিবেশ দুষণের প্রধান কারন, আর সেই দুষিত স্থানটি যদি হয় সাধারণ মানুষের নিত্য ব্যবহায্য অতি প্রয়োজনী স্থান তাহলে তো জন দুর্ভোগের অন্ত থাকেনা। তেমনি একটি স্থান হলো কলসকাঠি ইউনিয়ন পরিষদের সন্মূখে পুলিশ ফাঁড়ি সংলগ্ন একদা ঐতিহ্যবাহী কলসকাঠি বাজারের ঐতিহ্য দু পাশে দুটো পাকা ঘাট ও চারদিকে ওয়াল দ্বারা নির্মিত পুকুরের পাশেই রয়েছে অত্যাধুনিক বসার স্থান এক কথায় অতি দর্শনীয় সৌন্দর্য মন্ডিত একটা পুকুর। কিন্তু দুঃখের বিষয় পুকুরটি বহুদিন ধরে অযত্ন অবহেলার কারণে ময়লা আবর্জনার স্তূপ জমে ব্যবহারের পুরো অযোগ্য হয়ে পরে। চারদিকে ময়লা জমে দুগর্ন্ধের ভাগাড়ে পরিণত হলেও বিষয় টি ইউনিয়ন পরিষদ কতৃপক্ষ কিংবা দায়িত্বশীল কারো নজরে আসেনি। এমনকি সরকারি পুকুরের পশ্চিম সাইডের একাংশ দখল করে এরইমধ্যে প্রভাব শালীদের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বিষয় টি নজড় এড়ায়নি বিচক্ষণ পুলিশ অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন সাহেবে। তার নজরে এলে দ্রুত পদক্ষেপ নেন পুকুরটি পরিছন্ন অভিযানের। এ কাজে সময় ক্ষেপণ না করে নিজেই কাজে হাত দেন এবং নেতৃত্ব দেন বসে বসে সরকারি সুবিধা ভোগী চৌকিদার দফাদার বাহিনীর। প্রায় ঘন্টা ব্যাপী নিজে দাঁড়িয়ে থেকে পুকুরের পানিতে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপ পরিস্কার করে তিনি এলাকার সচেতন মহলের কাছে প্রশংসীত হন। তারা জানান পুকুরটি বহুদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে। কিন্তু অজ্ঞাত কারণে কেউ এদিকে নজর দেননি , এসব ময়লা জমে থাকা পানি দিয়েই নিকটতম চা বিক্রেতারা চা তৈরি করে দেদারসে বিক্রি করতো। তারা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন সাহেবের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তার এ মহৎই উদ্যোগকে সাধুবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান ও দৈনিক মুক্তখবর ও অনলাইন নিউজ পোষ্টাল ভোরের কুমিল্লার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম সহ কলসকাঠি বাজারের কমিটির নেতৃবৃন্দরা।
Leave a Reply