শিরোনাম :
ধামইরহাটে রুপা ডায়গনিস্টিক এন্ড কনসালটেশন সেন্টার অনুমোদন বিহীন চলছে রমরমাট ব্যবসা  ময়মনসিংহে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে.. যথাযথ মর্যাদায় ভালুকায় মুক্ত দিবস পালিত হয়। গোপালগঞ্জ সদর বৌলতলী এলাকায় ট্রাকের চাপায় এক শিশু নিহত সাতক্ষীরায় ২৭ লক্ষ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ কুড়িগ্রামে ফুলের শিক্ষাবৃত্তি পেতে পরিক্ষা দিচ্ছে ১৩৯৮ জন শিক্ষার্থী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গফরগাঁও উপজেলা, পৌরসভা ও পাগলা থানা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাটে আয়শা আবাসিক হোটেল ও রেষ্টুরেন্টের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা।

রণিকা বসু(মাধুরী) বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৭৩৬ বার পঠিত

বাগেরহাট সদরের জনবহুল এলাকা সকলের পরিচিত শহরের মধ্যস্থানে চলছে রমরমা দেহ ব্যবসা প্রশাসনের নাকের ডগায়৷আয়শা আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে সরজমিনে গিয়ে দেখা যায়,আয়শা হোটেল এর মালকিনি বসে আছে একজন কাষ্টমারের সাথে এবং দরদাম ঠিক করছেন৷সাংবাদিকদের উপস্থিত টের পেয়ে কাষ্টমারকে চলে যেতে বলেন৷সংবাদকর্মীরা যখন খোঁজ খবর নেয় সেখান থেকে পেশাদার একজন নারী যৌনকর্মীকে পাওয়া যায়।

জরিনা (ছদ্মনাম)বলেন দীর্ঘদিন তিনি সেখানে আছে ও তার বাড়ি খুলনা৷আয়শা আবাসিক হোটেল ঘুরে সংবাদকর্মীরা সেখানে রাখা ব্যাগ থেকে বিপুল পরিমান সরকারী জন্মবিরোধী কনডম খুঁজে পান৷সরকারী জন্মবিরোধী কনডম সেখানে কেন আছে তা জানতে চাইলে মালকিনি আয়শা তিনি বলেন ছোটবাচ্চারা খেলাধুলা করে৷ সরকারী জন্মবিরোধী কনডম নিয়মের বাহিরে বিক্রি করা হয় প্রতি পিচ ২০ টাকা করে।

সরকারী পন্যে গায়ে লিখা থাকে বিক্রি আইনগত দন্ডনীয় অপরাধ।আর সেখানে এই সরকারী পন্য অবাধে বিক্রি ও আইন বিরোধী কাজে ব্যবহার হোচ্ছে৷একদিকে যেমন সরকারী জিনিসের অপব্যবহার হোচ্ছে অন্যদিকে সমাজ যাচ্ছে রসাতলে৷অবাধে বহিরাগত ও স্থানীয় ছেলে ও মেয়েরা এসে হোটেলে অবৈধ্য কার্যকালাপ করেন৷আর এর মদক দিচ্ছেন আয়শা আবাসিক হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালকিনি,রেখেছেন নিজস্ব যৌনকর্মী৷

এই অবৈধ্য যৌন কাজ করার জন্য বাগেরহাট সদরের তরুন সমাজ নষ্ট হোচ্ছে৷নষ্ট হোচ্ছে আশেপাশের পরিবেশ৷প্রশাসনের হস্তক্ষেপ চান প্রতিবেশীরা যেন এমন জঘন্য ন্যাক্কারজনক কাজকর্ম বন্ধ করা হয় দ্রুত৷এবং স্বাভাবিক ভাবে এলাকার মানুষ যেন সন্মানের সাথে চলাফেরা করতে পারে৷প্রশাসনিক পদক্ষেপ নেয়া হলে আয়শা আবাসিক হোটেল ও রেষ্টুরেন্টে এমন অবৈধ কাজকর্ম বন্ধ হবে এবং তরুন সমাজ ধংসের হাত থেকে রেহাই পাবে৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com