বাগেরহাটের চিতলমারী উপজেলার ৩নং হিজলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে যুবলীগ নেতা সবুজ মুন্সীর ব্যক্তিগত তহবিল থেকে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী এবং শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় কুরালতলা রবীন বিশ্বাসের বাড়ী এ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভার প্রথমে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা বেগম রাজিয়া নাসের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শামীম আনোয়ার বাবু, কলাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: বাদশা মিয়া, হিজলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী লিটন, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অলিউজ্জামান জুয়েল খলিফা, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াদুল ইসলাম রিয়াদ মুন্সী, সাধারন সম্পাদক রবীন হীরা, আওয়ামীলীগের প্রবীন নেতা এনায়েত শিকদার ও জগদীশ চন্দ্র বাড়ৈ প্রমূখ। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত ৫ শতাধিক লোকের শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। যুবলীগ নেতা সবুজ মুন্সী কুরালতলা গ্রামের মৃত রহমত মুন্সীর পুত্র।
Leave a Reply