খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার শত বছরের অধিক পুরানো উলানিয়া বাজার। বাজারের উপর দিয়ে বহু পূর্বে নির্মিত হয়েছিল ভেরী বাঁধ। ঘুর্নিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে এলাকার সাধারন মানুষ, গবাদিপশু, এবং প্রান্তিক কৃষকের ফসল রক্ষার্থে সংশ্লিষ্ট কতৃপক্ষ ভেরী বাঁধ সংস্কারের কাজ হাতে নিয়েছে।
উলানিয়া বাজারের মধ্য দিয়ে নির্মিত পূর্বের ভেরী বাঁধের দুপাশে সরকারী খাস জমি দখল করে বিভিন্ন স্থাপনা তৈরী করেছেন বলে জানা যায়।
ইতিপূর্বে বাংলাদেশ পানিউন্নয়ন বোড পটুয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী নির্দেশে মাইকিং করে আগামী ২৬মে তারিখের মধ্যে অবৈধ স্থাপনা যার যার দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছেন। মাইকিং করে জানানো হয় উক্ত তারিখের মধ্যে যার যার স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়া না হইলে কতৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। তাহাতে কাহারও কোন প্রকার ক্ষতি হইলে কতৃপক্ষ দায়ী থাকিবে না।
উচ্ছেদ অভিযান পরিচালনা করে দোকানের ক্ষয়ক্ষতি না করে বিকল্প ব্যবস্থা গ্রহন করার জন্য গলাচিপা উপজেলা জামায়াত নেতা অধ্যাপক মো: শাহ আলম কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি (১৮মে) সোমবার উলানিয়া বাজারের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাজারের ব্যবসায়ী মহল তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।
অধ্যাপক মো: শাহ আলম এর বক্তব্যে এলাকার কিছু সংখ্যক লোক বিরূপ মন্তব্য করে বলেন সারাদেশে সরকারী সম্পত্তি উদ্ধার অভিযান চলছে। সেখানে তিনি অবৈধ দখলদারের পক্ষ নিয়ে তাদের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন।
Leave a Reply