কাওছার হাবিব- ক্রাইম রিপোর্টার :- নওগাঁর পত্নীতলা উপজেলায় পত্নীতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোঃ মোস্তফা শাহ্ চৌধুরীকে ৪ বছর কারাদণ্ড দিয়েছেন জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক।
রোববার (১০ সেপ্টেম্বর) রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, জেলার পত্নীতলা উপজেলার সন্তোষপাড়া গ্রামের যুবক মোঃ রমজান আলীকে মিথ্যা শালিসের নাম করে তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় ইউপি পরিষদে ডেকে নিয়ে ওই যুবককে মেরে হাত ভেঙ্গে দেয়। সেই যুবক নিরুপাই হয়ে ২০১৬ সালে নওগাঁ কোর্টে মামলা করেন। পরে এই মামলার তদন্ত করেন পিবিআই। তদন্ত প্রতিবেদন জমা দিলেও দীর্ঘ সময় ধরে এই বিচার কার্যক্রম চলে। সাক্ষী প্রমাণে অভিযুক্ত সেই সাবেক ইউপি চেয়ারম্যান মিথ্যার আশ্রয় নেন তা আদালতে প্রমাণ হলে উল্লেখিত রায় প্রদান করেন বিচারক।
উল্লেখ্য, ক্ষমতায় থাকাকালে তিনি (মোস্তফা শাহ্) রাজনৈতিক প্রভাব বিস্তার করে নানা রকম ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ রয়েছে। অনেকেই এ বিষয়ে সহ্য করলেও ভয়ে মুখ খুলেননি। কিন্তু, সাহসী রমজান আদালতে বিচারে কামনা করেন। তার ন্যায্য বিচার বেশ কয়েক বছর পর হলেও দেখতে পেয়ে সন্তোষপাড়াবাসীর সাহসী বীরেরা রায়ে আজ সন্তোষজনক প্রকাশ করেন।
Leave a Reply