নিজস্ব প্রতিবেদকঃ অনলাইনে বিপুল উৎসব আনন্দের মধ্যে দিয়ে বাংলাদেশ ইরাক প্রবাসী কল্যাণ পরিষদ (বিআইপিকেপি)-এর ইরাক কমিটি নির্বাচন ২০২০-২০২১ সম্পন্ন হয়েছে।
নির্বাচনের দিন বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিট হতে সন্ধা ৬:৩০ মিনিট পর্যন্ত ভোটারগন তাদের মূল্যবান ভোট পছন্দের প্রাথীকে অনলাইনের মাধ্যমে প্রদান করেন। রাত ৮:০০ঘটিকায় নির্বাচন কমিশন, নির্বাচন এর ফলাফল সরাসরি লাইভে ঘোষণা করেন।
বিআইপিকেপি এর ইরাক কমিটি ২০২০-২০২১ ইং নির্বাচনে (১) সভাপতি হলেন জনাব মোঃ আলফাত মিয়া, (২) সহ-সভাপতি, মোঃ রুবেল মিয়া,(৩) সাধারণ সম্পাদক, মোঃ আসলাম হোসেন, (৪) যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ইমন তালুকদার, (৫) সাংগঠনিক সম্পাদক, আব্দুল লতিফ নয়ন, (৬) সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ লিখন রহমান, (৭) অর্থ সম্পাদক, মোঃ সোহেল রানা, (৮) দপ্তর সম্পাদক, মোঃ মোস্তফা মিয়া,(৯) প্রচার সম্পাদক, মোঃ জীবন খান সোহেল, (১০) নির্বাহী সদস্য, মোঃ রাজন হোসেন বিজয়ী হয়েছেন।
এসময় নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী কয়েকজন ভোটার জানান, অনেক বছর পর অনলাইনে হলেও ভোট দেওয়ার আত্মাতৃপ্তি পেলাম।
তারা বলেন আমরা প্রবাসীরা দেশের ভোটাধিকার হতে বঞ্জিত।
যদি এমন ভাবে সরকার আমাদের ভোটের অধিকার প্রদান করতেন তাহলে আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেতাম।
নির্বাচন কমিশন এর প্রধান জনাব এড. সাইফুল ইসলাম খন্দকার রানা বলেন, অনলাইনেও সঠিক ভাবে ভোট দেওয়া ও নেওয়া সম্ভব তবে সেই ক্ষেত্রে সতর্কতার সহিত সম্পূর্ণ সচ্ছতা থাকতে হবে। তিনি সংগঠনের সকল ভোটারদের এমন ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a Reply