বিরল প্রজাতির ১৮০ গ্রাম ওজনের ১৪ ইঞ্চি লম্বা একটি তক্ষক পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চার জনকে আটক করেছে জামালপুর র্যাব-১৪,সিপিসি-১। শুক্রবার বিকেল ৪ টায় শেরপুরের নওহাট্টা এলাকার মডার্ন রাইছ মিলের সামনে থেকে তক্ষক পাচারকারী চার জনকে আটক করা হয়।আটকৃতরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের হাজী জামাল উদ্দিনের ছেলে শামিম মিয়া (৪০), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার থানার বেড়া গ্রামের আলতাফ ফকিরের ছেলে জুবাইদুল ইসলাম (৩৫), ঢাকার ভাসানটেক থানার ৭২ নং দীন মোহাম্মদ কলোনি এলাকার মৃত এসকান্দার মুন্সির ছেলে আ. মতিন মুন্সি ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের খালেক ফকিরের ছেলে রানা (৩০)। 
শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারি পুলিশ সুপার এম. এম. সবুজ রানা জানান, গোপন সংবাদ পেয়ে শেরপুর জেলার নওহাট্টা এলাকার মডার্ন রাইছ মিলের সামনে অভিযান চালায় র্যাব-১৪। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে ( ঢাকা মেট্রো খ-১২-২৮৬৪) তল্লাশি চালিয়ে ফলের ঝুড়িতে রাখা বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়। বিপন্নপ্রায় এ বিরল প্রজাতির তক্ষক ধরে পাচারের উদ্দেশ্যে পরিবহনের অপরাধে চারজনকে আটক করা হয়। উদ্ধারকৃত তক্ষকটির কথিত মূল্য ১০ লাখ টাকা। তারা পাচারের উদ্দেশ্যে তক্ষকটি শেরপুর জেলায় আনে। এটি একটি বিরল প্রজাতির তক্ষক। এটি দৈর্ঘ্যে ১৪ ইঞ্চি ও ওজন ১৮০ গ্রাম। তিনি আরও জানান, তক্ষক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, ৫টি মোবাইল ও ৩শ ৫০ টাকা জব্দ করা হয়েছে।উদ্ধারকৃত তক্ষকসহ আটককৃত চারজনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা করেছে র্যাব।
Leave a Reply