কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
বিশ্ব রক্তদাতা দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান।
শনিবার (১৪ জুন) শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে রংধনু মডেল স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি ঘিরে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, “নিরাপদ রক্তের জন্য স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। একজন রক্তদাতা একাধিক প্রাণ বাঁচাতে পারেন।”
অনুষ্ঠানে শাহজাদপুরের শ্রেষ্ঠ রক্তদাতা হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয় শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলমাছ আনছারীকে। তিনি ৬০ বার রক্তদান করেছেন, যা একটি বিরল ও মানবিক দৃষ্টান্ত বলে উল্লেখ করেন আয়োজকেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রতিনিধি ডা. মোঃ শহিদুল ইসলাম, রংধনু মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের সভাপতি হাবিবুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয় বিভিন্ন রক্তদাতাদের হাতে।
আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর।
Leave a Reply