মোহাম্মদ সোহেল আরমানঃ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজার বীচবাইক মালিক সমবায় সমিতি লি: এর(রেজি : নং-১৬৭০)নির্বাচন সম্পন্ন হয়েছে।শনিবার ৬ মার্চ ২০২১ ইংরেজি সৈকতের লাবণী পয়েন্টের সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার ইসলাম (হিরু) (প্রাপ্ত ভোট ৪৫)। তার নিকটতম প্রতিদ্বন্ধি নাসির উদ্দিন(প্রাপ্ত ভোট ১৯)।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: আবদুল মালেক (প্রাপ্ত ভোট ৪৫)।তার নিকটতম প্রতিদ্বন্ধি মো: সোহেল (প্রাপ্ত ভোট ১৮)।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মো: রাসেল।নির্বাচিত সদস্যরা হলেন মো: আবদুল মালেক,আরিফুল ইসলাম, রিয়াদ হোসেন রাসেল,তৌহিদুল ইসলাম,আমির হোসেন,মো: হাসান ও নাজিম উদ্দিন নাজু।
নির্বাচন পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক বেবি আক্তার।সাথে ছিলেন সহকারি পরিদর্শক অাজিজুল হক মঞ্জু ও অফিস সহকারি অাকরাম উদ্দিন।
উল্লেখ্য, বহু প্রত্যাশিত উক্ত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী,ভোটার,সমর্থক ও শুভাকাঙ্ক্ষিদের মাঝে দিনভর আনন্দ বিরাজ করে।পোস্টার,ব্যানার ও লিফলেটে ছেয়ে যায় পুরো সৈকত এলাকা।
Leave a Reply