
মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শাখারীপাড়া গ্রামে ৫ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জল।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন।
দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply