
মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বাদ আছর আখাউড়া কলেজপাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে আখাউড়া উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন এবং জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার দ্রুত অগ্রগতি নিয়ে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা দেশের শান্তি, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্যও দোয়া করেন।
Leave a Reply