অদ্য ২২/১১/২০২০ তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকায় বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেতাগী থানার সরিষাবুনিয়া ইউপি চেয়ারম্যান জনাব ইমাম হাসান শিপনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাথরঘাটা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে পাথরঘাটা উপজেলা যুবলীগ সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান মুরাদের নেতৃত্বে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে হইতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করিয়া রাসেল স্কয়ারে সমাপ্ত হয়। তাৎক্ষণিক উক্ত রাসেল স্কয়ারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আকন, পাথরঘাটা উপজেলা ছাত্র লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ সহ উপজেলা ও পৌর যুবলীগ ও উপজেলা আ,লীগের সহযোগী সংগঠনের আনুমানিক ১০০/১২০ জন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিবাদ সভার বক্তব্যে এডভোকেট জাবির হোসেন বলেন-” বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা সরকারের সময়ে কোন সন্ত্রাসী কার্যকলাপ হতে দেওয়া যাবে না, শিপন চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা আমরা মেনে নেব না, আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই”। বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ বলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরিষাবাড়ির চেয়ারম্যান শিপনের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে এই সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানাচ্ছি । উক্ত প্রতিবাদ সভা বিকাল ১৭.০০ ঘটিকা শান্তি পূর্ণ ভাবে শেষ হয়।
Leave a Reply