
সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি
বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন বি-২১০৪ (জাতীয়তাবাদী শ্রমিক দল অন্তর্ভুক্ত)-এর বৃহত্তর কুমিল্লা জেলা সাংগঠনিক সফরের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব আবুল বাশার ভূইয়া প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সদস্য । প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ হান্নান শাহ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক । জনাব হান্নান শাহ বলেন-
“আমরা সবাই একই পরিবারের সদস্য। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই সংগঠনের লক্ষ্য অর্জন সম্ভব। দেশের ডাক বিভাগের ন্যায্য দাবি ও কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে।”
সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোঃ আবুল বাশার ভূঁইয়া, সাবেক বৃহত্তর কুমিল্লা জেলা সভাপতি জনাব মোঃ শফিকুল আলম রাজা, বৃহত্তর কুমিল্লা জেলার প্রস্তাবিত সভাপতি জনাব মোঃ আবু তাহের, কার্যকরী সভাপতি প্রার্থী জনাব মোঃ শাহিন মিয়া ও জনাব সালাউদ্দিনসহ ডাক বিভাগের বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ডাক বিভাগের কর্মচারীরা দেশের সেবার মূল চালিকা শক্তি। তারা দিনরাত পরিশ্রম করে সাধারণ মানুষের বার্তা পৌঁছে দিচ্ছেন। কিন্তু বহুদিন ধরে তারা ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এজন্য সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
জনাব আবুল বাশার ভূঁইয়া তার বক্তব্যে বলেন— “সংগঠনই শক্তি। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অন্যায় আমাদের দাবিকে দমিয়ে রাখতে পারবে না। সংগঠনের প্রতিটি সদস্যের সচেতন ও সক্রিয় ভূমিকা প্রয়োজন।”
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক শৃঙ্খলা, সদস্য সংগ্রহ অভিযান এবং কর্মচারীদের কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও উপস্থিত নেতৃবৃন্দ ডাক বিভাগের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন এবং কর্মচারীদের পেশাগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভার শেষে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন বি-২১০৪ এর এই সাংগঠনিক সফর বৃহত্তর কুমিল্লা অঞ্চলের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা, ঐক্য ও কর্মস্পৃহা সৃষ্টি করেছে।
Leave a Reply