
মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমান অবৈধ মোবাইলের ডিসপ্লে, বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট এবং নোহা গাড়ি উদ্ধারসহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম অত্র থানাধীন ধরখার বাসস্ট্যান্ড এলাকায় সিলেট টু চট্টগ্রাম গামী হাইওয়ে রোডে চেকপোস্ট করাকালীন ০১ জনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ক) বিভিন্ন Variant এর ৩৬০০(তিন হাজার ছয়শত) পিস মোবাইলের অবৈধ ডিসপ্লে, খ) NOKIA 2660 Flip মোবাইল ফোন ৫৭ টি, গ) NOKIA 6310 Dual SIM মডেলের মোবাইল ফোন ৪৩ টি, ঘ) SAMSUNG Galaxy M36 5G মডেলের স্মার্টফোন ০৮ টি, ঙ) NOTHING(R) Phone(3a) মডেলের বিভিন্ন কালারের স্মার্টফোন ২২ টি, উপরোক্ত মালামাল সমূহের আনুমানিক বাজার মূল্য ৪৮,৭৮,০০০/-(আটচল্লিশ লক্ষ আটাত্তর হাজার) টাকা চ) ০১টি সিলভার কালারের নোহা গাড়ি সহ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
গ্রেফতারকৃত আসামী হলেন ব্রাহ্মণবাড়িয়া ছোট হরন(মোল্লাবাড়ি)’র মৃত আতাউল্লাহ ছেলে মোঃ মোজাম্মেল(২৮)।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply