মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৭৯০(সাতশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১২/০৯/২০২৫ দুপুর ১৩:১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের ৬নং ওয়ার্ড বরিশল এলাকায় আখাউড়া টু সুলতানপুরগামী ঘাটিয়ারা রোড হইতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হইতে ৭৯০(সাতশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হল-আখাউড়া আনন্দপুর এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে মোঃ মোস্তফা (২৫)।উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply