মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তের ওপারে ভারত অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হবার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (২০ মার্চ) উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামের ওপারে ভারতের উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার বখবখি (বিষ্ণুপুর) এলাকায় ঘটেছে। নিহত বাপ্পা মিয়া (২৮) পূর্ব বটুলি গ্রামের আব্দুর রূপের পুত্র।
স্থানীয়রা জানান, বাপ্পাসহ উভয় দেশের কয়েকজন গরু ব্যবসায়ীর একটি সিন্ডিকেট রয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে সীমান্তে কয়েকটি গুলির শব্দ শোনা যায়, সকালে বটুলি চেকপোস্টের নিকটেই কাটাতারের বেড়ার কাছে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন পরনের কাপড় দেখে এটি বাপ্পার লাশ বলে শনাক্ত করেন।
পরিবারের লোকজন জানান, সে শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় আর ফিরে আসেনি।
স্থানীয় ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো: মইন মিয়া বলেন- আমাদের ধারণা বাপ্পা গরু আনতে গিয়ে বিএসএফ-এর গুলিতে মারা যায়। ৩/৪ বছর আগে বাপ্পার চাচা আবুল কালাম ভারত অভ্যন্তরে একইভাবে বিএসএফ-এর গুলিতে নিহত হয়েছিল।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যটালিয়নের আওতাধীন ফুলতলা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার দেলওয়ার হোসেন জানান- বিষয়টি শুনেছি, তবে বিএসএফ এখনও কিছু জানায়নি। উচ্চপর্যায়ে যোগাযোগের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply