মো: জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার
ভোলার তজুমদ্দিনে ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত মামলার মোট চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহান সরকার।
গত ২৮ জুন শনিবার রাত্র অনুমান ১১ টা হইতে ২৯ জুন রবিবার দুপুর অনুমান ১.৩০ মিনিট এর সময় তজুমদ্দিন থানার ০৩নং চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি ০৪নং ওয়ার্ডস্থ এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০ জুন সোমবার ভিকটিমের স্বামী বাদী হয়ে তজুমদ্দিন থানার মামলা দায়ের করেন মামলা নং-১০, ধারা-৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ তৎসহ ৩৪২/৩২৩/৫০৬(২)/১১৪ পেনাল কোড দায়ের করেন। ঘটনার পরপরই ভোলা জেলা পুলিশ আসামীদের গ্রেফতার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে।
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা এবং সহকারী পুলিশ সুপার, তজুমদ্দিন সার্কেল, ভোলা মহোদয়ের তত্ত্ববধানে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ০২নং আসামী মোঃ ফরিদ উদ্দিন (৩০) কে বোরহানউদ্দিন থানার বড়পাটা এলাকা থেকে এবং ০১নং আসামী মোঃ আলাউদ্দিন (৪০) কে নোয়াখালী জেলার হাতিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করে।
এর আগে মামলার ৩ ও ৫ নম্বর আসামিকেও পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
এখন পর্যন্ত এই মামলার এজাহার নামীয় মোট ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বাকি পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
Leave a Reply