ভোলা লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের কাঞ্চন ডাকাতকে গ্রেফতারের পর বের হয়ে আসলো তার অপকর্মের একাধিক তথ্য কাঞ্চন ডাকাত গ্রেপ্তারের সংবাদ শোনার পর লালমোহন সাধারন জনগনের মাঝে মিষ্টি বিতরণ ও কাঞ্চন ডাকাতের ফাঁসির দাবি করেন। সাধারণ জনগণ কাঞ্চন ডাকাতের পরিচয় জানতে চাইলে এলাকার শত শত মানুষ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা কে জানায় কাঞ্চন মাঝির ওরফে কাঞ্চন ডাকাত মেঘনা নদীতে একাধিক লোককে হত্যা করে তাদের জাল নৌকা ট্রলার নিয়ে বিক্রি করে দিয়েছে এবং এলাকার অনেক মা-বোনের ইজ্জত নষ্ট করেছে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও নারী ধর্ষণের অভিযোগ রয়েছে।
ইতিপূর্বে তজুমদ্দিন থানা লালমোহন থানা চরফ্যাশন থানা কয়েকটি মামলাও হয়েছে এই কাঞ্চন ডাকাতের বিরুদ্ধে। তার হাত থেকে সাধারন জনগন রক্ষা পায়নি বলে আমাদেরকে জানিয়েছে।সাধারণ জনগণের একটাই দাবি কাঞ্চন ডাকাতের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন এ ধরনের কাঞ্চন ডাকাত আর ভোলা লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের জন্ম না হয়। স্থানীয় জনগন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছেন যেন কাঞ্চন ডাকাতের অপকর্মের বিচার আদালতে হয় যেটা সারা বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে পায়। বিস্তারিত আসছে আগামী পর্বে।
Leave a Reply