রাজধানীর মতিঝিল এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। এই সময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে ডিআইটি এক্সটেনশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি টিম। তারা রাজধানীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি দামে বিভিন্ন মাদক কারবারির কাছে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন— মো. সজিব হোসেন (৩৬), মো. রুবেল ওরফে শুভ (২১), মো. আব্দুর রহমান ড্রাইভার (৪৫), রিয়াজ হোসেন ওরফে মুন্না (২৬) ও মোসা. তাজমীর আহম্মেদ রনি (৩৫)।
Leave a Reply