
সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার:
ভোলা-৪ (মনপুরা–চরফ্যাসন) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, “বিএনপি সব মানুষের নিরাপদ আশ্রয়স্থল। দলমত নির্বিশেষে সবাই বিএনপির কাছে নিরাপদ। তবে কোনো চাঁদাবাজ, জুলুমবাজ ও দুর্নীতিবাজের BNP-তে স্থান নেই।” শনিবার দুপুর ১২টায় মনপুরা সদর হাজীরহাট উপজেলা বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার মনপুরার বিদ্যুৎ সংকট, চিকিৎসা সেবার দুরবস্থা এবং নৌযাতায়াত সমস্যাসহ সার্বিক উন্নয়নের দাবি তুলে ধরলে, এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপির মনোনীত প্রার্থী নয়ন। তিনি চরফ্যাসন-মনপুরার উন্নয়নে এক গুচ্ছ পরিকল্পনার কথাও ঘোষণা করেন। এর পাশাপাশি নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে এবং বাড়ি বাড়ি গিয়ে নম্রতার সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, আমি এই মাটির সন্তান। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আপনাদের কাছে আন্তরিকভাবে ভোট চাই। পরে তিনি নিজেই স্লোগান দেন ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স। এ ছাড়া বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরীসহ আরও অনেকে। গণসংবর্ধনার শেষে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার প্রমুখ।
Leave a Reply