
মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার:
ভোলা: মনপুরা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযানকালে চলাচলকারী মোটরসাইকেল ও স্থানীয় যাত্রীবাহী যানবাহনে তল্লাশি করা হয়। সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নৌবাহিনীর সদস্যরা জানান, চলমান বিশেষ নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবেই এই চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। অপরদিকে, মনপুরা থানা পুলিশের কর্মকর্তারা বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা যৌথ এই তল্লাশি কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এতে নিরাপত্তা আরও মজবুত হবে এবং যেকোনো অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। মনপুরা জুড়ে এই বিশেষ যৌথ অভিযানে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply