মাগুরায় মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে রাজু (২২) হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের আলতু লস্কার, ইদ্রিস মোল্যা ও কাসেম লস্কার। আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৯ জানয়ারি মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে টাকা পয়সা লেনদেনের ঘটনা নিয়ে মাহবুবুর রহমানের ছেলে রাজু (২২) কে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৪ জনকে আসামী করে ওইদিনই মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার স্বাক্ষ্য প্রমাণাদি শেষে মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আসামি আলতু লস্কার, ইদ্রিস মোল্যা ও কাসেম লস্কার এই ৩ জনকে দোষি সাব্যস্ত
করে সশ্রম যাবজ্জীবন করাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। মামলার সরকার পক্ষের আইনজীবী এপিপি মশিউর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে দুইজন উপস্থিত রায় ঘোষণার সময় উপস্থিতি ছিলেন। অপর একজন পলাতক রয়েছে।
Leave a Reply