মাগুরা জেলা প্রতিনিধিঃ আজ রবিবার দুপুর ২:৩০ মিনিটে মাগুরা মহম্মদপুরের, নহাটা টু বিনোদপুর সড়কের কৃষ্ণপদ সরকারের পুকুর পাড় সংলগ্ন জোড়া বটগাছ তলা নামক স্থানে মোঃজিবলু মোল্লা পিতা- মৃত ময়েনউদ্দিন মোল্লা, সাং- ধলহরা,থানা+জেলা- মাগুরা কে,রাজাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দীন ও সঙ্গীয় ফোর্সের অভিযানে ১.৬ কেজি গাজা ও রেজিষ্ট্রেশন বিহীন একটি ডিসকভারি ১২৫ মোটর সাইকেল জব্দ করেন।
এব্যাপারে রাজাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দীন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উক্ত স্থানে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করছে এবং তাৎক্ষণিকভাবে আমি ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে অভিযান চালালে উক্ত ব্যক্তির শরীরের জ্যাকেটের ভিতর বুকের সাথে ও পিছন কোমরে থাকা অবৈধ মাদক দ্রব্য গাঁজা পাওয়া যায় এসময় উক্ত ব্যক্তির কাছে একটি রেজিষ্ট্রেশন বিহীন ডিসকভারি ১২৫ সি.সি মোটর সাইকেল জব্দ করা হয় এবং উক্ত ব্যক্তিকে আটক করে রাজাপুর পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।উক্ত জিবলু মোল্লার বিরুদ্ধে মহম্মদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, রাজাপুর ক্যাম্পের আওতায় কোন প্রকার মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় ও সেবন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply