নরসিংদী উপজেলার মাধবদী থানা সরকারি উদ্যোগে আগামী ১৪ কবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নদীতে কোন জাল চালানো যাবে না এবং মা ইলিশ ধরা যাবেনা । এই শ্লোগানে মা ইলিশ সংরক্ষণ কোন সচেতনামূলক পথসভা অনুষ্ঠিত । পথসভা ও রেলি নেতৃত্ব দেন ইন্সপেক্টর দাউদ, উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর শাহজাহান, এস আই কোভিদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স, ইন্সপেক্টর দাউদ তার বক্তব্যে বলেন আপনারা ১২মাস নিরাপদে মাছ ধরেছেন নদী থেকে,আমরা আর কোন দরকারই নাই কিন্তু বর্তমান সরকার মায়েদের সংরক্ষণে যে সময়সীমা বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে মাঝে কেউ মাছ ধরতে পারবেন না নদীতে যাইতে পারবেন মা ইলিশ মাছ ধরার চেষ্টা করলে আমরা কঠোর হতে বাধ্য হব এবং আইনগত ব্যবস্থা নেব , এ সময় ন ন্তনন্তনছিলেন সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম শব্দর প্রধান, মৎস্য ব্যবসায়ী আড়তদার মিজান, সহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ ।
Leave a Reply