নিজস্ব প্রতিনিধিঃ আজ (০৫ ডিসেম্বর ২০)রোজঃ রবিবার উপজেলার শাহজানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নিরহ আঃ কাদের এর পরিবারের উপর ফাকা বাড়ি পেয়ে ভাংচুর ও লুটপাট এবং হামলা চালায় শত্রু পক্ষ। কিছুক্ষণ পরে আঃ কাদের বাড়িতে এসে এই ঘটনা দেখতে পাই।এতে আঃ কাদের শত্রু পক্ষ কে বাধা দিলে নাতি সহ নিজে আহত হন।আহত আঃকাদের জানান গত এক বছর ধরে আমার সাথে তারা বিভিন্ন ভাবে আমার ক্রয় ক্ষতি হয়হরানি হুমকি দিয়ে আসছেন তারা।আজকে আমারা পরিবার বাড়িতে না থাকায় শত্রু পক্ষের মোঃ জামাল মিয়া(২৬)পিতা মৃত মমিন মিয়া,মোঃ জাহাঙ্গীর মিয়া(২৬)পিতা মোঃ আউয়াল মিয়া,মোঃ শাহ্-আলম মিয়া(২৪)পিতা আঃ হাই সহ শত্রু পক্ষের ফোর্স নিয়ে আমার পরিবার সহ আমাকে আঘাত করে এতে আমার গৃহ পালিত পশু ছাগলটি কে অবৈধ অস্ত্র ধারা আঘাত করাতে কিছুক্ষণের মধ্যেই ছাগলটি মারা যায় ও কৃষি জমিন তারা কোদাল দ্বারা নষ্ট করে,বাড়ির পাশের জমিতে বিভিন্ন কাঠের গাছ লাগানো সেগুলো কেঁটে ফেলে।আমি ঘটনা স্থলে তাদের কে আট কাতে চাইলে তাদের হাতে থাকা অবৈধ অস্ত্র দ্বারা আমাকে আঘাত করার চেষ্টা চালায় আমি ফেরাতে চাইলে আমার হাতে আঘাত পাই।এবং আমার আট বছরের নাতি কে অবৈধ অস্ত্র দ্বারা আঘাত করাতে বর্তমান শহরের হসপিটালে ভর্তি আছেন।এই বিষয় নিয়ে আমি চেয়ারম্যান ও তেলিয়াপাড়ার হরুষপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিলে সমাজের কিছু প্রভাব ও ক্রমতা শালি লোকের জন্য পুলিশের পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতা ও গুরুত্ব আমকে দিচ্ছেন না।শত্রু পক্ষ কে পরিচালনা করেন একই ইউনিয়নের গোয়াস নগর গ্রামের ক্রমাশালি ব্যক্তি মোঃ বলু মিয়া,ও তার আত্মীয়-স্বজনদের জন্য নিরহ আঃ কাদের সকল প্রকার আইন বিভাগ থেকে বঞ্ছিত।নিরহ আঃকাদের তাহার পরিবার সহ উপর পর্যায়ের আইন শৃঙ্খলা বিভাগের কাছে সহযোগিতা চাচ্ছেন।
Leave a Reply