হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলার এলাকার এক নারী(২৬)কে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী শুক্রবার রাতে হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করেন।
আবুল কালাম আজাদ ওরফে
বাবু (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে, বাবু লেছড়াগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রুস্তুমপুর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। সে ইউনিয়ন পরিষদে থাকে এবং পরিষদের বিভিন্ন কাজ করেন বলে জানা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজ করে আবুল কালাম আজাদ (বাবু) এবং ইউনিয়ন পরিষদেই থাকে। ওই নারীর বাড়ি একই ইউনিয়নে পরিষদের পিছনে হওয়ায় বাবু ওই নারীর বাড়িতে যাতায়াত করতো। তাকে নানা সময়ে প্রেমের প্রস্তাব দিলে সুসম্পর্ক গড়ে ওঠে।
ওই নারীকে একদিন বাবু ইউনিয়ন পরিষদের কম্পিউটার কক্ষে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।
সরেজমিনে গিয়ে বাবু সাথে কথা বলবার চষ্টা করি তাঁকে কোথাও পাওয়া যায়নি পরে বাবুর সাথে মঠুফোনে কথ বল্লে তিনি যানায় আমার নামে যে অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট বলে জানিয়েছেন তিনি আবুল কালাম আজাদ তিনি জানান, আমার বিরোধী পক্ষ ওই মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়
মাঝে মধ্যে বাবুকে ওই নারীর ভাড়িতে যাতায়াত করতে দেখা যেত।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগ পেয়েছি। মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply