মানিকগঞ্জের হরিরামপুরে যথাযথ মর্যাদায় শোক দিবস পালন
মোঃ নুরুল আমিন
জেলা ব্যুরো মানিকগঞ্জঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষে উপজেলার সকল সরকারি, আধাসরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এছাড়াও বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৫ আগষ্ট ২০২৩ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা চত্তরে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হরিরামপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,হরিরামপুর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন দিবসের তাৎপর্য তুলে ধরে হরিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেরুবা পান্না,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু,সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
Leave a Reply