মান্যবর হাইকমিশনারকে মালয়েশিয়া সরকারের সংগে আলোচনা করে করোনা মহামারি সময়ে প্রবাসীদের ধর পাকর বন্দ রাখতে ভুমিকা নেওয়ার অনুরুদ করছি।
যারা আটক হচ্ছে বা জেলে আছে তাদের দ্রুত রাষ্ট্রীয় ব্যবস্তায় দেশে পাঠানোর দাবী করছি।
প্রবাসীদের পাঠানো অর্থে দেশ সচল আর এখানে হাজার হাজার প্রবাসীরা জেলের সাজা শেষ হওয়ার পরও নানান জটিলতায় ও টিকেটের টাকার জন্য দেশে যেতে পারে না। বছরের পর বছর জেলে অসহায় ভাবে পরে আছে। হাইকমিশনের এ বিষয়ে উদ্বেগ গ্রহন করার অনুরুদ করছি।
(কপি পোস্ট)করোনা মহামারিতেো মানছেনা মালয়েশিয়া পুলিশ
Leave a Reply