শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বৈারাচার বিরোধী আন্দোলনের স্মৃতি চিহ্ন সম্বলিত চিত্র নিয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন । গলাচিপা উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ ঘোষণা: শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের মিছিল, পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার বরিশালে চাল ডিলার কর্তৃক সাংবাদিক সাদ্দাম হোসেনকে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সমাধান : সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ খুনের মামলার দুই আসামি গ্রেফতার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল এখন রোল মডেল বরগুনা-১ আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাস্ত এ্যাড. মোঃ রেজবুল কবির…! নবীনগরে পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্বার আগামীতে শহীদ জিয়ার দল বিএনপিই সরকার গঠন করবে – জনসভায় এস এ সিদ্দিক সাজু

মিরপুর ফ্যাসিস্ট মুক্ত দিবসে শহীদ পরিবারকে দোকান বরাদ্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মিরপুর ফ্যাসিস্ট মুক্ত দিবস উপলক্ষে শহীদ পরিবারের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন “স্বাধীন বাংলা সুপার মার্কেট”-এর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম ফরহাদ। তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের পরিবারের জন্য বাজারটির পাঁচটি দোকান বরাদ্দের ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার ৪ আগস্ট মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। এরপর আতশবাজি, প্রদর্শনী এবং মিষ্টি বিতরণে অংশ নেন মিরপুরের ছাত্র জনতা ও শহীদ পরিবারের সদস্যরা।

দিবসের দ্বিতীয় পর্বে মিরপুর-২ এর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় শহীদ পরিবার ও আহতদের পাশাপাশি উপস্থিত ছিলেন দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৪ আসনের মনোনয়নপ্রত্যাশী এস এ সিদ্দিক সাজু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু, আন্দোলনের সময়ের ছাত্রনেতা ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ফখরুল ইসলাম ফরহাদ বলেন, “শহীদরা দেশকে আবারও নতুনভাবে স্বাধীন করেছেন। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এবং পরিবারগুলোর আত্মমর্যাদা রক্ষায় আমি আমার বাজারের পাঁচটি দোকান তাদের মাঝে বরাদ্দ দিচ্ছি।অসহায় দুস্থ শহীদ পরিবারগুলো দোকান গুলোর মাধ্যমে রুটি রুজির ব্যবস্থা করতে পারবে।”

এস এ সিদ্দিক সাজু বলেন, “শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে আছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদের সব ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করবে।”

মুন্সি বজলুল বাসিত আঞ্জু বলেন, “জুলাই-আগস্টের সেই আন্দোলনের দিনগুলো আজও আমাদের মনে গেঁথে আছে। শহীদ পরিবারকে স্বীকৃতি ও সহায়তা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব।”

আয়োজকরা জানিয়েছেন, শহীদ পরিবারকে সম্মান ও সহায়তার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দোকানগুলো শহীদ পরিবার গুলোর মধ্যে যারা একদম অসহায় তাদের সিলেক্ট করে বরাদ্দ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com