মিরপুর প্রতিনিধিঃ মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মামলার ২৪ ঘন্টার মধ্যেে ৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।
অদ্য ১৬/০১/২০২৫ ইং সময় পুলিশ ১৫.৩০ ঘটিকার সময় মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ সাজ্জাদ রোমান স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ।
মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া এলাকা হইতে ১। আলআমিন (৩২) ২। মোঃ মাসুদ ওরফে মাসুম(৩৫) ৩। স্বপন (৩৬) ৪। রাজিব (৩২) নামক (চার) জন চাঁদাবাজ গ্রেফতার করা হয়। উক্ত ধৃত আসামী সহ আরও এজাহার নামীয় ১২ জনের ও অজ্ঞাত ২০/২৫ জন এর নামে বে আইনী জনতাবদ্ধে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করিয়া চাঁদাদাবী করতঃ, সরকারী কাজে বাধাদান, মারপিট করিয়া সাধারন জখম ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে মিরপুর মডেল থানায় গত ১৫/০১/২৫ ইং তারিখে ইন্জিনিয়ার রাশেদ আহসান, নির্বাহী প্রকৌশলী, মিরপুর গণপূর্ত বিভাগ ও ঠিকাদার মিরপুর মডেল থানার মামলা নং- ২৮ তারিখ ১৫/০১/২৫ ধারা- ১৪৩/৪৪৭/১৮৬/৩৩২/৩৮৫/৩২৩/৫০৬ এবং ঠিকাদারের পক্ষ হতে মোঃ হানিফ (৩৮), বাদী হয়ে মিরপুর মডেল থানার মামলা নং- ২৯ তারিখ – ১৫/০১/২৫ ইং ১৪৩/৪৪৭/৩৮৫/৩২৩/৫০৬ দুটি মামলা করেন।
আসামীরা উক্ত মামলার এজাহার নামীয় আসামী ।
উক্ত আসামীদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
Leave a Reply