পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলায় কোভিট-১৯ এর স্বাস্ব্যবিধি মেনে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খ্যাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্যে কর্তৃপক্ষের আয়োজনে এবং উপজেলা প্রশাসন মির্জাগঞ্জ এর সহযোগিতায় বৃহস্পতিবার ০৬ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা মোঃ আবু রায়হান, মোঃ আরাফাত হোসেন মির্জাগঞ্জ উপজেলা কৃর্ষি কর্মকর্তা মোসাঃ শিরিন সারমিন সুলতানা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মোঃ ইসমাইল হোসেন মৃর্ধা সহসভাপতি মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, মোঃ আঃ আজিজ হাওলাদার ইউপি চেয়ারম্যান ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন , মোঃ মনিরুজজামান হাওলাদার সভাপতি মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব। মির্জাগঞ্জ উপজেলার ব্যাবসায়ীদের উপস্থিতিতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনারে বক্তারা ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার কথা বলেন। তাছাড়া খাদ্যের গুনাগত মান ও সঠিক মূল্যে রাখার কথা বলা হয়।
Leave a Reply