তারিখ ৩ মার্চ বৃহস্পতিবার ২০২১ইং।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে ১ কেজি ৩৬৭ গ্রাম গাঁজা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে মির্জাগঞ্জ থানা পুলিশ। গত কাল ২ মার্চ বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ এইচ,এম, মহিববুল্লাহর নেতৃত্বে এস আই কামরুল হাসান এস আই, আলীহোসেন, এ এস আই মাহাবু্বুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে গাঁজা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো আবু জায়েদ গাজি( ৩৮)পিতা মৃত্যু আবু তাহের গাজি, রোকসানা(৩৫) স্বামি আবু জায়েদ গাজি, সর্ব সাং গ্রাম সমসেরাবাদ থানা ও জেলা লক্ষিপুর,ইব্রাহিম পিতাঃ আঃ আজিজ হাং গ্রামঃ কিছমত ছৈলাবুনিয়া উপজেলা মির্জাগঞ্জ জেলা পটুয়াখালী।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ এইচ, এম, মহিবুল্লাহ বলেন আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ১০ ঘটিকার সময় মির্জাগঞ্জ উপজেলা চীপ জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply