পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ নয়ন মৃধা(২০) নামের এক মাদক মামলার সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। গতকাল ৩০ অক্টোবর শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে এস,আই,সুমন মজুমদারের নেতৃত্বে গোগন সংবাদের ভিত্তিতে পশ্চিম সুবিদখালী ব্রীক ফিল্ড এলাকা থেকে জি আর ২২/১৮ মির্জাগঞ্জ মাধক মামলায় দুই বছরের সশ্রম কারা দন্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার হওয়া এই আসামির পিতার নাম আঃ ছালাম মৃধা (মৃত্যু)।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, তার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদক মামলার আরো একটি জিআর গ্রেফতারি পরোয়ানা আছে।তিনি আরও জানান মাদককে না বলুন , এবং মাদক নির্মূল করুন।সমাজকে মাদক মুক্ত করতে আমরা যে কোন ব্যবস্থা নিতে বাধ্য থাকিব।
Leave a Reply