সাখাওয়াত হোসেন তুহিনঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে প্রাকৃতিক দূর্যাগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন এবং রবি ফসলের উৎপাদন বদ্ধির লক্ষ্য কৃষি প্রোণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রাণতিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ করা হয়ছে। বুধবার সকালে উপজলার কাজী নজরুল মিলনায়তনে উপজলা প্রশাসন ও কৃষি সম্প্রসারনের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। উপজলা নির্বাহী অফিসার অভিষক দাশরে সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসব উপস্তি থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এসময় ১২৮০জন কষকক কষি উপকরন ও ২২৫০জন কষকর মাঝ সার ও বীজ বিনামূল্য বিতরণ করা হয়। এ সময় উপস্তি ছিলন উপজলা পরিষদর ভাইস চয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, উপজলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমদ, সমাজ সেবা কর্মকর্তা কবির আহাম্মদ, যুব উনয়ন উনয়ন অফিসার মমিনুল হক, উপ সহকারী কষি কর্মকর্তা সূফি আহম্মদ, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির, বাঙ্গরা বাজার থানা কষকলীগর সদস্য আবু মূসা আল কবির প্রমুখ।
Leave a Reply