ছোট থেকেই স্বপ্ন লালন করছি। বড় হলে মানবতার সেবা করবো। শহরের অলিতে-গলিতে পরে থাকা অসহায় অন্ন ও বস্ত্রহীন মানুষকে দেখলে ভীষন লজ্জা বোধ করি! তাছাড়া মানবতার সেবকদেরকে হুজুর (সাঃ) খুব ভালোবাসতেন। তার থেকেই আমি অনুপ্রাণিত হই। তিনিই আমার প্রেরণার বাতিঘর। কিন্তু এতবড় একটি রাষ্ট্রে একার পক্ষে বড় কিছু করা সম্ভব হবেনা ভেবে একটি মানবসেবী সংগঠনের প্রয়োজন অনুভব করলাম। মূলত সেই চিন্তা-ভাবনা থেকেই ‘খিদমাতুল উম্মাহ ছাত্র সংস্থা বাংলাদেশ’নামক একটি অরাজনৈতিক দ্বীনি ও সমাজ সেবামূলক ছাত্র প্লাটফর্মের প্রতিষ্ঠা করি। এবং যথাসাধ্য চেষ্টা করি, আন্তরিকতা ও ভালোবাসার সহিত মানবতার সেবা করতে। আলহামদুলিল্লাহ! আপনাদের দোয়া ও আন্তরিক ভালোবাসায় অনেক পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে।
করোনা-কালীন সময়েও মানুষের পাশে দাড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছি। যদিও বারবার নতুন নতুন অভিজ্ঞতা ও প্রতিরোধের সম্মুখীন হয়েছি। তবুও আপনাদের স্নেহ ও ভালোবাসার সংমিশ্রণে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি!
মহান রাব্বুল আলামীনের একান্ত সাহায্য ও প্রিয় দেশবাসীর ভালোবাসা কামনা করি। বড় হলে কি হতে চান?
এইরকম প্রশ্ন করা হলে মাহমুদ হাসান বলেন, বড় হলে দেশের গন্ডি পেরিয়ে পুরো বিশ্ব মানবতার সেবা করতে চাই!
মাহমুদ হাসান দেশবাসীর একান্ত স্নেহ ভালোবাসা ও দোয়া কামনা করেন।
Leave a Reply