
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন। নির্বাচনী যাত্রার সূচনা হিসেবে তিনি প্রথমে তাঁর প্রয়াত বাবা-মা ও মরহুম ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার নেতাকর্মীদের নিয়ে এই কবর জিয়ারতে অংশ নেন তিনি। এ সময় মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সংসদীয় আসনকে ঘিরেই তাঁর নির্বাচনী প্রস্তুতি চলছে। এলাকার জনগণ বিশ্বাস করেন, তাঁর মতো অভিজ্ঞ, সৎ ও আদর্শবান নেতার নেতৃত্বে বিএনপির অবস্থান আরও সুসংহত হবে। এ উপলক্ষে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁর পাশে থাকার অঙ্গীকার করেন। নেতাকর্মীদের দৃঢ় ঐক্য ও অংশগ্রহণে গোদাগাড়ী-তানোরে নির্বাচনী হাওয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে।
Leave a Reply