শিরোনাম :
চট্টগ্রাম নগর যুবলীগের সহ-সভাপতি দেবু গ্রেফতার পাহাড়তলী থানা অভিযানে একটি দেশীয় তৈরি দুনলা এলজি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধে নিহত ১ আহত ৭ মাদক বিরোধী যৌথ অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০২ জন গ্রেফতার ও ০২ জন পলাতকসহ মোট ০৪ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের। দুর্গাপুরে মর্মান্তিক অগ্নিকান্ড ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। গাজীপুরে তারেক রহমান সহ ৫২ জনকে বেকুসুর খালাস দেওয়ায় শ্রীপুর আনন্দ মিছিল ইতিহাস প্রসিদ্ধ রাণীশংকৈলের নেকমরদ ওরশ মেলার উদ্বোধন ধামইরহাটে ন্যায্য মূল্যে দোকান উদ্বোধন করলো ইউএনও পাঁচবিবিতে হামদর্দ কোম্পানির ভেজাল (সিনকারা)সিরাপ বিক্রেতা আটক ট্রাভেল পাসে প্রথমবারের মত সেন্টমার্টিন গেলেন প্রায় ৭শ পর্যটক, এর ই সাথে সেন্টমার্টিন কক্সবাজার কেন্দ্রীক পর্যটন শিল্পের দ্বার উম্মোচন হলো।

মোংলায় ঝাড়ফুঁক দিয়ে করে দিলেন সর্বস্বান্ত

জিল্লুর রহমান শুভ, বাগেরহাট জেলা বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৬৯১ বার পঠিত

মোংলায় ওঝা (কবিরাজ) সেজে বাড়ী বন্ধ ও ঝাড়-ফুকের নাম করে দুধের সাথে চেতনানাশক খাইয়ে বাড়ীর লোকজনকে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বণার্লংকারসহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে দুই দুর্বৃত্ত। রবিবার রাতে মোংলার সাতঘরিয়া গ্রামের মৃত বিদ্যুতের বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে ওই বাড়ীর তিন ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা।

স্থানীয়রা ও অজ্ঞানের শিকার পরিবারের স্বজনেরা জানান, রবিবার রাত ১০টার দিকে দুই ব্যক্তি সাতঘরিয়া গ্রামের বিদ্যুতের বাড়ীতে যান। তারা দুইজন ওই বাড়ীতে রাত কাটানোর জন্য বাড়ীর লোকজনকে বললে যাতে রাজি হয়ে তাদের রাতের খাবার খেতে দেন। এরপর তারা বাড়ীর লোকজনকে বলে এ বাড়ীতে ভয়ভীতির আচর রয়েছে তাই বাড়ী বন্ধ করতে হবে। ওই দুইজনের কথা মত সবকিছুই করেন বাড়ীর লোকজনেরা। কৌশলে এক পযার্য়ে তারা রাত ১২টার দিকে দুধের সাথে চেতনানাশক খাইয়ে দেন বাড়ীর গৃহকর্তী কবিতা, কবিতার ছেলে বিপ্লব ও কবিতার বড় বোন সবিতাকে। এরপর তারাও ঘরের বারান্দায় ঘুমানোর ভান করেন। দুধে মিশানো চেতনানাশক খেয়ে বাড়ীর লোকজন অজ্ঞান হয়ে পড়লে ঘরে ঢুকে ৯ থেকে ১০ হাজার নগদ টাকা, দুইটি মোবাইল ফোন ও স্বণার্লংকারসহ মালামাল নিয়ে যান। তবে স্বণার্লংকার ও অন্যান্য মালামালের সঠিক বিবরণ/পরিমাণ পাওয়া যায়নি। সোমবার সকালে ওই বাড়ীর লোকজনকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা সেখানে গিয়ে দেখেন ঘরে তিনজন অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পর দুপুরের দিকে তাদের সামান্য চেতনা ফিরেছে। তবে বেশি একটা কথা বলতে পারছেনা। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা: জীবিতেষ বিশ্বাস বলেন, হাসপাতালে অজ্ঞান অবস্থায় আনা বিপ্লব (৩২), কবিতা মল্লিক (৫২) ও সবিতা মল্লিকের (৫৫) শারীরিক অবস্থা এখন ভাল এবং শংকামুক্ত

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com