মোংলা প্রেস ক্লাবের ২০২১-২০২২ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪মার্চ) সন্ধ্যা ৭:৩০ মিঃ প্রেস ক্লাব ভবনে ওই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ বাক্য পাঠ করান চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওঃ রুহুল আমিন।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন,দৈনিক জনকণ্ঠ পত্রিকার মোংলা প্রতিনিধি আহসান হাবিব হাসান, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ, মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী ও মোংলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নবগঠিত মোংলা প্রেস ক্লাব সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সহ-সভাপতি মোঃ জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মোল্যাসহ নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। শপথ বাক্য পাঠ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি সকালে প্রেস ক্লাবের এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এ দিন রাতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুধীজনের প্রতিনিধিগণ প্রেস ক্লাবের উপস্থিত হয়ে কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানান।
Leave a Reply