মোংলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মনিরুল হায়দার ইকবাল( দৈনিক সমকাল ও বৈশাখী টিভি) ,সহ-সভাপতি পদে মোঃ জসিম উদ্দিন,(বাংলাভিশন টিভি ও দৈনিক জাগরণ),সহ সম্পাদক পদে সোহাগ মোল্লা(আর টিভি),সাংগঠনিক সম্পাদক পদে রিয়াজুল আলিম,কোষাধ্যক্ষ পদে ইব্রাহিম হোসেন, নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে মোঃ আবু হোসাইন সুমন(আরটিভি ও দেশ রুপান্তর) এবং মোঃ আমির হোসেন আমু ( মাছরাঙ্গা টিভি ও দৈনিক যুগান্তর) সমান ভোট পাওয়ায় ওই পদের ফলাফল স্থগীত রাখা হয়।। এছাড়া পদাধিকার বলে সদস্য হিসেবে থাকছেন,বর্তমান সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল( দৈনিক ইত্তেফাক) । বিনা প্রতিদ্ধন্ধিতায় সদস্য নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারন সম্পাদক মোঃ হাসান গাজী( দৈনিক ভোরের কাগজ) এবং মোঃ সবুজ হাওলাদার( মোহনা টিভি ও দৈনিক দেশ সংযোগ)।
রবিবার( ২৮ ফেব্রয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেসক্লাবের ২৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটি থেকে প্রাপ্ত তথ্য অনুযাযী সভাপতি পদে মনিরুল হায়দার ইকবাল পেয়েছেন ১৩ ভোট,সহসভাপতি পদে জসিম উদ্দিন পেয়েছেন ১৮ ভোট, সাধারন সম্পাদক পদে আবু হোসাইন সুমন ও আমির হোসেন আমু ১৩ ভোট করে পেয়ে ড্র করেন( এ পদে ফলাফল স্থগীত),সহসাধারন সম্পাদক পদে সোহাগ মোল্লা ১৪ ভোট,সাংগঠনিক পদে রিয়াজুল আলিম ১৪ ভোট, ক্যাশিয়ার পদে ইব্রাহিম হোসেন ১৪ ভোট পান। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন।
Leave a Reply