গত ০২ মার্চ ২০২১ খ্রিঃ তারিখ মোহাম্মদ শহীদুল্লাহ্ , পিপিএম পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। জেলা পুলিশ,পটুয়াখালী এর পক্ষ হতে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ ) মোঃ মাহফুজুর রহমান ও জেলার অন্যান্য উর্ধ্বতন অফিসারবৃন্দ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে পটুয়াখালী জেলায় স্বাগত জানান। সম্মানিত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ, পটুয়াখালী এর দায়িত্বভার গ্রহণের পরপরেই পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে এবং সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র, ফাঁড়ী, ক্যাম্প এর ইনচার্জদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। সভায় পুলিশ সুপার মহোদয় মান্যবর আইজিপি মহোদয়ের ০৫ দফা,বিট পুলিশিং কার্যক্রম এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রদান করেন। গত ০৬ মার্চ ২০২১ পুলিশ সুপার মহোদয় পটুয়াখালী প্রেস ক্লাব,প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক বৃন্দের সহিত মতবিনিময় করেন যেখানে প্রেস ক্লাবের সভাপতি,সাধারন সম্পাদক সহ বিশিষ্ট সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় পটুয়াখালী জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদক নির্মুল ,কিশোর অপরাধ দমন, সড়ক দুর্ঘটনা কমানো,যানজট নিরসন, চুরি,ডাকাতি ও জঙ্গীবাদমুক্ত পটুয়াখালী বিনির্মাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সম্মানিত সাংবাদিক বৃন্দের ও সম্মানিত পটুয়াখালীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply