গত ৭ ফেব্রুয়ারি থেকে আজ ৬ মার্চ শনিবার পর্যন্ত গত ১ মাসে শ্রীমঙ্গল উপজেলায় ১১ হাজার ৫৫৯ জন কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেছেন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ২৪ জন এবং মহিলা ৪ হাজার ৫৩৫ জন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, আজ ৬ মার্চ শনিবার পর্যন্ত করোনার টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৪ হাজার ৫৭ জন।
তিনি বলেন, কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহনের জন্য রেজিস্ট্রেশন চলমান থাকবে এবং টিকা প্রদান কর্মসুচিও অব্যাহত থাকবে।
সুত্র জানায়, শ্রীমঙ্গলের ইউনিয়ন ডিজিটাল সেন্টার, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স অথবা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
Leave a Reply