সঞ্জয় সাহা, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ৫/৭/২৫
মানি লন্ডারিং এর টাকা ফিরিয়ে আনার জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, সময় লাগবে। যতগুলো টাকা বিদেশে পাচার হয়েছে দেশের ইতিহাসে তা আর হয়নি। বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই ব্যাংকিং খাতকে এগিয়ে নিতে পারবো তবে পুরোপুরি নয়, সময় লাগতে পারে। সঞ্চয়পত্রে হাড়ের সংখ্যা বাড়িয়ে দিলে জনগণ ব্যাংকে টাকা রাখবে না। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রেসব্রিফিংয়ে এই কথাগুলো বলেন, অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। রাজনৈতিক ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে কথা এড়িয়ে গিয়ে তিনি আরো বলেন, অর্থ পাচারের তথ্য সংগ্রহ করা হচ্ছে, এজন্য কারিগরি সহায়তা দরকার, তবে কবে নাগাদ টাকা ফেরত আসবে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। নবীনগরের অবকাঠামো উন্নয়নে কাজগুলো ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট দের নির্দেশ প্রদান করেন।
ড.সালেহ উদ্দিন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্ভুক্তকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ক উপদেষ্টা হওয়ার পর তার নিজ জন্মস্থান নবীনগরে সরকারি সফরে আসেন। শনিবার দুপুরে ডাকবাংলাতে আসার পর ওনাকে ফুলেল শুভেচ্ছা ওগার্ড অফ অর্নার দেয়া হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিদারুল আলমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
Leave a Reply