যবিপ্রবিশিস কার্যনির্বাহী কমিটি ২০২১। –২০/০২/২০২১/-তারিখে অনুষ্ঠিত ৬ষ্ঠ কার্যনির্বাহী সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী যবিপ্রবির মাননীয় উপাচার্যের সহিত, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে অপারগতার সিদ্ধান্তে উপনিত হয়, এবং শিক্ষক সমিতি ২০২১ সবাইকে নিয়ে শিক্ষক সমিতির উদ্যোগে আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালনে সম্মতি গ্রহণ করে।
সাংবাদিকদের ইনভেস্টিগেশনের মাধ্যমে অনেকগুলো তথ্য বের হয়ে এসেছে, যা পয়েন্ট আকারে উল্লেখ করা হলো।
১/-শেখ রাসেল জিমনেশিয়াম” উদ্বোধনে মাননীয় শিক্ষামন্ত্রী মহাদয়ের উপস্থিতিতে গত ১৪/১২/২০২০/-তারিখে অনুষ্ঠিত মাননীয় উপাচার্য মেহাদয় কর্তৃক যবিপ্রবি’র উচ্চমানের গবেষকদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্যপ্রদান এবং নিজেকে সেরা গবেষক (টপ ২% গবেষক) হিসেবে মিথ্যাচার।
২/-যবিপ্রবির উপাচার্যের দপ্তর কর্তৃক অস্তিত্বহীন কর্মচারীর নামে বেতন উত্তলন।
৩/-To&E এর অনুমোদন ব্যতিত নতুন বিভাগ খুলে যবিপ্রবির নিতিমালা ভঙ্গ করে সেচ্চাচারিতার মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীর পদ ও চাকুরী স্থানান্তর।
৪/- প্লানিং কমিটির সুপারিশ ব্যতিরেখে যবিপ্রবির নিতিমালা বহির্ভূত নিয়োগ /প্রমোশন /পদন্নোতি প্রদান করা।
৫/- মহামান্য আচার্য মহাদয়ের অনুমোদিত নিয়োগ বোর্ড ব্যতিত নিয়োগ দান করা।
৬/- বহিরাগত প্রার্থীদের ক্ষেত্রে উপাচার্যের সেচ্ছাচারিতার মাধ্যমে নিয়োগের শর্ত সিথিল করে নিয়োগ দান।
৭/-শেখ রাসেল জিমনেশিয়াম উদ্বোধনের ০২ মাসের মধ্যে বিভিন্ন ত্রুটি দেখা দেওয়া ও উপাচার্যের তদারকিতে ব্যর্থ হওয়া।
৮/- ১০/০৪/২০১৪/- খৃষ্টাঃ তারিখে রিজেন্ট বোর্ডে ২৩ তম সভার ২৯ তম সিদ্ধান্ত মোতাবেক গত ২৯/০৭/২০১৭ ইং সাল থেকে প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে আর্থিক সুবিধা সহ প্রাপ্যতার তারিখ (ডিউ ডেট) হতে শিক্ষকদের আপগ্রেডেশন/ পদন্নোতি থেকে বঞ্চিতকরণ।
৯/-শিক্ষকদের শ্রান্তি বিনোদনের ছুটি ও ভাতা প্রদানে অনিয়মতান্ত্রিকতা ও সেচ্ছাচাড়িতা।
১০/- শিক্ষকদের নিয়োগ পদন্নোতির নিয়োগপত্রে চাকুরী নিশ্চিতকরণের জন্য নিতিমালা বহির্ভূত গবেষণাপত্র প্রদানের শর্ত প্রদান।
১১/- ইন্জিনিয়ারিং মাস্টার্স (সন্ধাকালীন নয়) ডিগ্রি অত্র বিশ্ববিদ্যালয়ের কোন ক্ষেত্রে বিবেচনা করা হবেনা, শর্ত প্রদান।
১২/- শিক্ষকদের ধারাবাহিকভাবে/ অধারাবাহিকভাবে শিক্ষা ছুটি প্রদানে অনিয়মতান্ত্রিকতা ও সেচ্ছাচারিতা।
১৩/-সকল শিক্ষকদের অন্যান্য পাবলিক/ সরকারী বিশ্ববিদ্যালয়ের ন্যায় সময়োপযোগী শিক্ষা উপকরণ-ল্যাপটপ/ডেক্সটপ, ডিজিটাল ডিভাইস সহ প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবস্থা না করা।
১৪/-যবিপ্রবির শিক্ষক সমিতির অফিস / কার্যালয় বুঝিয়ে না দেওয়া।
গণমাধ্যম কর্মীরা একতাবদ্ধ হয়ে যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে সকল দূর্নীতি উদঘাটন করে বের করে আনতে।
Leave a Reply