যশোর জেলার শিকারপুর সীমান্ত হতে ২৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২৪ কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহল দল। আটককৃত আসামী শার্শা শাখারীপোতা গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২৫)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, বিজিবিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে সীমান্ত পার করে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে আসে এবং তা যশোরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। উক্ত মাদকদ্রব্য আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ৪ মার্চ শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ সাহিবুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালে আনুমানিক ২:৩০ ঘটিকায় টহল দল কর্তৃক মেইন পিলার ২৯/-৩ এস হইতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেড়ী বাঁধ এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে বস্তা মাথায় বাংলাদেশে প্রবেশ করছে। উক্ত ব্যক্তিবর্গ টহল দলের কাছাকাছি আসলে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাথায় থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল কর্তৃক ১ জনকে বস্তাসহ আটক করা হয়। উক্ত বস্তা হতে ২৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
Leave a Reply