শিরোনাম :
মুক্তাগাছায় ৫দফা দাবিতে আদায়ে একই দিনে কর্মসূচি পালন করবে জামায়াত, খেলাফত ও ইসলামী আন্দোলন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেনা সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাপ্রধান টেকনাফে পাহাড়ে যৌথ অভিযানে ৮৪জন ভিকটিম উদ্ধার ; অস্ত্রসহ আটক-৩,পলাতক-২। কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ তারেক রহমানের ৩১ দফার মধ্যে ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ: আমিনুল হক পাইকগাছা (খুলনা) — মটরসাইকেল গ্যারাজের মালিক ৩ বোতল বিষপান করে মৃত্যু; তদন্তের দাবি। গোপালপুরে ৫২তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন গলাচিপায় আইনজীবীদের টানা ১৪ দিন আদালত বর্জনেও মিলেনি সমাধান আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে গলাচিপায় প্রস্তুতি সভা কাশিমপুর মহিলা কারাগারে বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ: ৭ কর্মকর্তার নামে।

*যশোর কেশবপুর উপজেলার আব্দুর রহিমকে ভালবেসে হিন্দু ধর্মের মেয়ে সোহাগী দাসের ইসলাম ধর্ম গ্রহণ।*

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

আসিফ মাহমুদ
স্টাফ রিপোর্টার
দৈনিক মাতৃজগত

গল্পে পড়া বা সিনেমায় দেখা নয় যশোরে ঘটেছে বাস্তবের এক হৃদয় বিদারক, অথচ দুর্দান্ত প্রেম কাহিনি। যেখানে এক তরুণী ভালোবেসে ধর্ম বদলেছেন, সংসার গড়েছেন, হার মানেননি কোনো চাপের কাছে এমনকি মৃত্যুকেও ডেকেছিলেন ভালোবাসার প্রতিবাদে!

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের যুবক আব্দুর রহিম ও একই উপজেলার হিন্দু সম্প্রদায়ের তরুণী সোহাগী দাসের পরিচয় হয় দুই বছর আগে। ধীরে ধীরে কথার শুরু থেকে মনের বন্ধনে বাঁধা পড়েন তারা। ধর্মীয় বিভাজন, সামাজিক প্রতিবন্ধকতা কিংবা পারিবারিক আপত্তি কিছুই থামাতে পারেনি তাদের হৃদয়ের টান।

শেষমেশ ২৩ জুন সব বাধা ডিঙিয়ে সোহাগী দাস প্রেমিক রহিমের হাত ধরে পালিয়ে যান। গ্রহণ করেন ইসলাম ধর্ম, নতুন নাম নেন আয়েশা খাতুন। নতুন জীবনের স্বপ্ন নিয়ে আশ্রয় নেন যশোরের কুয়াদা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে।

কিন্তু ভালোবাসার গল্পে বাধা কি কম ছিল? ২৪ জুন আয়েশার বাবা থানায় জিডি করে মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। মেয়েকে নিতে গিয়ে জোরজবরদস্তি চলে। মানসিক চাপে আয়েশা বিষপান করেন। ভর্তি হন যশোর জেনারেল হাসপাতালে। চিকিৎসায় প্রাণে বাঁচেন ঠিকই, কিন্তু তারপরও বাবার বাড়িতে ফিরতে বাধ্য হন।

তবুও থেমে যাননি রহিম। স্ত্রীকে ফিরে পেতে দৌড়ান আদালত, মানবাধিকার সংস্থা যেখানে যত দরজা সম্ভব। মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের নির্দেশ ও মানবাধিকার সংগঠনের চাপের মুখে শেষমেশ আয়েশাকে মুক্তি দেয় পরিবার। এবং অবশেষে সেই সিনেমার মতো দৃশ্য!

বৃহস্পতিবার যশোরে নোটারি পাবলিক কার্যালয়ে দাঁড়িয়ে আয়েশা নিজেই ঘোষণা দেন তিনি স্বেচ্ছায়, ভালোবেসে, স্বামীর সঙ্গে জীবন কাটাতে চান। মুহূর্তেই চারপাশে করতালির ঝংকার। কেউ চোখ মুছেন, কেউ বলেন “ভালোবাসা কোনো দিন হারে না!”

রহিমের আইনজীবী রুহিন বালুজ বলেন, “প্রেম নিয়ে অনেক মামলা দেখি, কিন্তু আয়েশা-রহিমের ভালোবাসা ছিল ব্যতিক্রম। আয়েশা শুধু ধর্ম ত্যাগ করেননি, প্রেমিককে না পেয়ে মৃত্যুকে বেছে নিয়েছিলেন। অথচ ভালোবাসাই তাকে ফিরিয়ে এনেছে জীবনে।”

এই প্রেমের গল্প মনে করিয়ে দেয় লাইলি-মজনু, শিরি-ফরহাদের যুগ এখনও শেষ হয়নি। আজও ভালোবাসা হার মানায় সমাজের কঠিন রীতিনীতি, ভাঙে বিভেদের দেয়াল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com