বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি) বলেছেন যারা দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত তাদের মনে রাখবে চিরদিন । তিনি আজ শনিবার (৬ মার্চ) সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ঢাকা ম্যরাথন -২০২১ এর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে এ কথা গুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক ,থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, ক্রিড়া সংস্থার সেক্রেটারী সুকোমল রায়, , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, শিক্ষক/ শিক্ষিকা ও ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ঢাকা ম্যরাথনে অনলাইনে নিবন্ধন করে ২ শ প্রতিযোগী অংশ গ্রহন করেন। পরে র্শীর্ষ ১০ জন পুরুষ্কৃত করা হয়।
Leave a Reply