মোঃ আফফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধিঃ
প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত নামছে এখন শীতকাল।প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে।
দিনে কিছুটা গরম থাকলেও সন্ধা থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পিঠাপুলির দোকানগুলো ও বাজারে আসছে শীতকালীন সবজি।
শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে শুরু করেছে বয়স্ক ও শিশুরা।
কৃষকেরা জানান, ঘন কুয়াশা পড়লে কৃষিতে ক্ষতির আশঙ্কা রয়েছে। শীতে বোরো বীজতলা ও রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কোল্ড ইনজুরি ও পচনসহ মড়ক বেড়ে যায়।
রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা বলেন, রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্য না ওঠা এবং হালকা বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে শীতের আমেজ শুরু হবে।
Leave a Reply