কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিমান পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৬ জুন) দুপুরে তিনি উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহলবাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানটি সরেজমিনে ঘুরে দেখেন।
স্থান পরিদর্শনকালে তিনি বলেন,
“বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প একনেক সভায় উপস্থাপিত হয়েছে। স্থায়ী ক্যাম্পাস স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে কোনো দ্বিমত নেই, তবে প্রকৃতপক্ষে এসে জায়গার পরিবেশগত উপযোগিতা যাচাই করা জরুরি।”
তিনি আরও জানান, ৫১৯ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত প্রকল্পটি বর্তমানে একনেক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই বরাদ্দকে চূড়ান্ত না ধরে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বাড়ানো যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, “যেহেতু এলাকাটি চলনবিল অধ্যুষিত এবং বড়াল নদী ও আশপাশের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সংবেদনশীল, তাই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের সময় পরিবেশগত ভারসাম্য যেন অক্ষুণ্ন থাকে, সেটাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।”
এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে তিনি ঢাকা থেকে শাহজাদপুর এসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবন-৩-এ পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার ড. ফিরোজ আহমদসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অতিথি আগমনের পর অডিটোরিয়ামে প্রস্তাবিত ক্যাম্পাস সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর তিনি বাঘাবাড়ি ঘাট হয়ে নৌপথে বড়াল নদী অতিক্রম করে তিন নদীর মোহনায় অবস্থিত নির্ধারিত স্থান পরিদর্শনে যান। সেখানে স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা দেওয়া হয়।
তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমির অবস্থান, পরিবেশ এবং সম্ভাব্য অবকাঠামোর উপযোগিতা খতিয়ে দেখেন এবং একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশবান্ধব উন্নয়ন ও টেকসই শিক্ষাপ্রতিষ্ঠান গঠনের উপর গুরুত্ব আরোপ করেন।
সফরকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানজুড়ে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply